ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কমছে তিস্তার পানি, বাড়ছে ভাঙন

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২১ অক্টোবর ২০২১, ১০:২৮  
আপডেট :
 ২১ অক্টোবর ২০২১, ১০:৫৫

কমছে তিস্তার পানি, বাড়ছে ভাঙন

​ভারতে ভয়াবহ বন্যার প্রভাবে গতকাল বুধবার দুপুর থেকে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ সকাল থেকে এ প্রবাহ কমতে শুরু করেছে। ডিমলার ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

তবে পানি কমতে শুরু করলেও নদীতীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের মাঝে স্বস্তি ফেরেনি। পানিবন্দি অবস্থায় রয়েছে হাজার হাজার পরিবার। তাদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

এদিকে পানি কমার সঙ্গে সঙ্গে ধসে পড়ছে তিস্তার দু’পাড়। বন্যার পানির চাপে সড়কগুলো ভেঙ্গে যাওয়ায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। এতে দুশ্চিন্তায় দিন পার করছেন তিস্তাপাড়ের মানুষ। অনেকেই বসতবাড়ি, আবাদি ফসল, মৎস্য খামার হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, তিস্তার পানি বৃদ্ধির কারণে জেলার ৫ উপজেলার তিস্তাতীরবর্তী এলাকাগুলোর কাচা-পাকা অধিকাংশ সড়ক ভেঙে গিয়ে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। হাজার হাজার ফসলি ক্ষেত পানিতে ডুবে গেছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, তিনি তিস্তাপাড়ে আছেন। পানিবন্দিদের মাঝে ত্রাণ বিতরণ চলছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা চেয়েছেন।

তবে স্থানীয়রা জানান, জেলা প্রশাসনের পক্ষে থেকে ত্রাণ বিতরণ অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা প্রিন্স জানান, সকাল ৮টায় পাওয়া পরিমাপ অনুযায়ী নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে। পানি কমতে শুরু করেছে।

আরও পড়ুন- ভেঙে গেছে তিস্তা ফ্লাড বাইপাস, ভয়াবহ বন্যা

বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপরে পানি, রেড অ্যালার্ট

ডুবছে বাড়ি ভাঙছে সড়ক, পানিবন্দি লক্ষাধিক মানুষ

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত