ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ফরিদপুর নামে বিভাগের দাবিতে ফেসবুকে ঝড়

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ১২:৪১

ফরিদপুর নামে বিভাগের দাবিতে ফেসবুকে ঝড়
ছবি: সংগৃহীত

"পদ্মা" নয় ফরিদপুর নামেই বিভাগের দাবিতে সোচ্চার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অনেকই দাবি করছেন, পদ্মা নয় বৃহত্তর ফরিদপুরকে "ফরিদপুর" নামেই বিভাগ চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনুষ্ঠানে ফরিদপুরকে "পদ্মা" ও কুমিল্লাকে "মেঘনা" করার কথা উত্থাপন করার পর থেকেই ফেসবুকে এ ঝড় তুলে ফরিদপুরবাসী।

নান্টু খাঁন নামে এক ব্যক্তি লিখেছেন, "ফরিদপুর বিভাগ নামকরণ করা হলে আগামীতে কোন আইনি জটিলতা থাকবে না, তাই ফরিদপুর বিভাগ হউক।"

মাহফুজুর রহমান নামে এক গণমাধ্যমকর্মী লিখেছেন, "পদ্মা-মেঘনা নামে বিভাগ হলে পরবর্তী প্রজন্মকে এটা কোথায় অবস্থিত, সেটা মুখস্থ করতে বাড়তি সময় ও শ্রম ব্যয় হবে।"

কিবরিয়া স্বপন লিখেছেন, "আওয়ামী লীগ-বিএনপি বুঝি না, আমাদের প্রিয় ফরিদপুরকে পদ্মায় বিসর্জন দিতে পারবো না। ফরিদপুর নামেই বিভাগ চাই।"

মোহাম্মদ ফরহাদ মিয়া নামে একজন লিখেছেন, "ফরিদপুর নামে বিভাগ চাই, পদ্মা নামে দরকার নাই। সোনালি আঁশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর।"

মো. ইব্রাহিম মাহমুদ সিটু লিখেছেন, "সর্বনাশা পদ্মা নামে নয়, ফরিদপুর নামে পরিচিত হতে চাই।"

কাজী মনিরুজ্জামান লিখেছেন, "কারো ব্যক্তিগত ইচ্ছাকে ফরিদপুর বাসির ওপর চাপিয়ে দিবেন না, জনগণের মতামতের মূল্যায়ন করুন, ফরিদপুর নামে বিভাগ ঘোষণা করুন।"

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত