ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

সম্প্রীতি বিনষ্টকারীদের শাস্তির আওতায় আনা হবে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ২০:০৮  
আপডেট :
 ২২ অক্টোবর ২০২১, ২০:১৯

সম্প্রীতি বিনষ্টকারীদের শাস্তির আওতায় আনা হবে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখাসহ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শুক্রবার নীলফামারী ও পঞ্চগড় জেলা সফরের সময় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার প্রসঙ্গে তিনি বলেন, যারা স্বাধীনতার বিরোধী ও বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা ধর্মের নামে হানাহানি লাগাতে চায়, দেশের উন্নয়ন চায় না- তারাই এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে অবশ্যই কঠোর ব্যবস্থা নেয়া হবে।

‘ইসলামকে ব্যবহার করে যারা দেশে উগ্রবাদ সৃষ্টির পাঁয়তারা করছে তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করতে সকল ধর্মের মানুষের প্রতি আহ্বানও জানান মন্ত্রী।

সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, অন্য ধর্মের প্রতি কোন হিংসা-বিদ্বেষসুলভ আচরণ করা যাবে না। ইসলামকে যারা ব্যবহার করতে চায় তাদের রুখে দিতে হবে। এসব ধর্ম ব্যবসায়ীদের নিকট থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা সকল নাগরিকের দায়িত্ব। তাই ষড়যন্ত্রকারীদের উস্কানিতে কেউ যেনো বিভ্রান্ত না হয় সে বিষয়ে দেশের সকল মানুষকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

দেশের সকল জনপ্রতিনিধিরা স্ব স্ব দায়িত্ব পালনে অত্যন্ত তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। সকল ধর্মের প্রতি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জনপ্রতিনিধিদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশেকে এক সময় ভিক্ষুকের জাতি বলা হতো উল্লেখ করে মন্ত্রী বলেন, আজকে সারাবিশ্বে দেশটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। দেশকে উন্নত সমৃদ্ধ করার লক্ষ্যে নকশা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পুরো জাতি আজ ঐক্যবদ্ধভাবে উন্নত বাংলাদেশ গড়ার জন্য সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।

সৈয়দপুরের জমি নিয়ে রেল-পৌরসভা দ্বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, এরকম কোথায় কোন জটিলতা থাকলে তা নিরসন করার উদ্যোগ নেয়া হবে। সব পৌরসভাগুলোকে আত্মনির্ভরশীল হতে হবে।

সফরকালে রেল মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, এলজিইডির প্রধান প্রকৌশলী, ডিপিএইচইর প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় সৈয়দপুর পৌরসভার ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট, পঞ্চগড় পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত আয়রন রিমোভাল প্লান্টের ও পানি পরীক্ষাগার, তেঁতুলিয়া উপজেলায় এলজিইডি কর্তৃক পুনর্বাসনকৃত ভজনপুর-শালবাহান সড়কের উদ্বোধন, পঞ্চগড় ময়দান দিঘীতে সিটমহল প্রকল্পের আওতায় এলজিইডি কর্তৃক নির্মিত রাস্তা, মসজিদ ও মন্দির পরিদর্শনের পাশাপাশি চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনও করেন মন্ত্রী।

বাংলাদেশ জার্নাল/কেএস/এমএস

  • সর্বশেষ
  • পঠিত