ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালথায় সংঘর্ষ, নিহত ১

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ২১:৪২  
আপডেট :
 ২৩ অক্টোবর ২০২১, ২১:৪৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালথায় সংঘর্ষ, নিহত ১
প্রতীকী ছবি

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে মারিছ শিকদার (৩৬) নামে একজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। নিহত হওয়া মারিছ উপজেলার খারদিয়া গ্রামের ছুরাপ শিকদারের ছেলে বলে জানা যায়। সংঘর্ষের সময় বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।

শনিবার বিকালে উপজেলার খারদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার খারদিয়া গ্রামের শিকদারপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টুকু ঠাকুর ও রফিক মোল্যা গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় মারিছ শিকদার নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) সুমিনুর রহমান বলেন, পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত