ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

আন্ধারমানিক নদী ও ইলিশের অভয়ারণ্য রক্ষার দাবি

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২১, ১৭:৩৪

আন্ধারমানিক নদী ও ইলিশের অভয়ারণ্য রক্ষার দাবি
ছবি: প্রতিনিধি

আন্ধারমানিক নদী এবং ইলিশের অভয়ারণ্য রক্ষার দাবিতে আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস-২০২১ উপলক্ষে কুয়াকাটা সৈকতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়াটার কিপার্স বাংলাদেশ’র উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে অসংখ্য পরিবেশকর্মীসহ শত শত সাধারণ মানুষ অংশ নেয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, কলাপাড়া বাপার সভাপতি শাহাদাৎ হোসেন বিশ্বাস, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মিজানুর রহমান, গণমাধ্যমকর্মী মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু প্রমুখ।

পরিবেশকর্মীদের সাথে সংহতি প্রকাশ করে এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ফটোগ্রাফারসহ কুয়াকাটা পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য, সাধারণ মানুষ এবং মিডিয়াকর্মীরা।

বক্তারা বলেন, ইলিশের অভায়াশ্রম এবং আন্ধারমানিক নদী মানবসৃষ্ট বিভিন্ন কারণে দখল-দূষণে ভরে গেছে। ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদী রক্ষায় এবং দখল-দূষণ রোধে সরকারের প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি কুয়াকাটা সৈকতের বেলাভূমির ক্ষয়রোধে সঠিক পদক্ষেপ নেয়ার দাবি করেন। এছাড়াও উপকূলের সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আবেদন জানানো হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত