ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

‘হাইওয়ে সুইটস’কে লাখ টাকা জরিমানা

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ২০:০১

‘হাইওয়ে সুইটস’কে লাখ টাকা জরিমানা
ছবি: প্রতিনিধি

অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে চট্টগ্রামের হাইওয়ে সুইটসকে ১ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার কালুরঘাট ভারী শিল্প এলাকায় ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সহায়তা করেন।

ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, অভিযানে গিয়ে দেখা গেল, কারো মুখে মাস্ক নেই, হাতে গ্লাবস পড়েনি কেউ। পাশাপাশি নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল, বেকারি পণ্য। তাই এ জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত