উপসচিব বদরুন নাহারের মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ১৫:৫৮

বিদ্যুৎ বিভাগের উপসচিব বদরুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
|আরো খবর
রোববার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, বদরুন নাহার ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক কর্মকর্তাকে হারালো।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে বদরুন নাহার ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে এপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৯ অক্টোবর ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি ২২ ব্যাচের কর্মকর্তা ছিলেন।
আগামীকাল (সোমবার) সকাল ১০ টায় সচিবালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জার্নাল/এফজেড