ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

ইউপি নির্বাচন

ভোট শুরুর ‘১০ মিনিটের মধ্যে’ সংঘর্ষ, আহত ৫

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ১১:২২  
আপডেট :
 ১১ নভেম্বর ২০২১, ১১:২৭

ভোট শুরুর ‘১০ মিনিটের মধ্যে’ সংঘর্ষ, আহত ৫

কুমিল্লার মেঘনা উপজেলার ৪ নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সময় হুমায়ুন কবির নামে এক স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় ভোটগ্রহণ শুরুর পরে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই কেন্দ্রে কোস্টগার্ডসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রামপ্রসাদের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ভোটগ্রহণ শুরুর ১০ মিনিটের মধ্যে কেন্দ্রের বাইরে উত্তেজনা শুরু হয়। তারপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় তারা টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন, সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থীসহ কয়েকজন আহত হয়েছেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত