ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ১০:৪৯

আড়াই ঘণ্টা পর দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ছবি

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার সকাল পৌনে ৯টার দিকে ঘন কুয়াশা কেটে গেলে আবারও চালু করা হয় ফেরি চলাচল।

এর আগে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৬টার দিকে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ।

এদিকে, প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার ফলে ঘাট এলাকায় তৈরি হয় নৈশকোচ এবং পণ্যবাহী ট্রাকে দীর্ঘ সারি। প্রায় ৫০০ শত গাড়ি আটকা পড়ে দৌলতদিয়ায়।

ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়তে হয় রাজধানীগামী দেশের দক্ষীণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষকে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল পৌনে ৯টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। এখন পারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে। বর্তমানে এরুটে ছোট বড় ১৩টি ফেরি চলাচল করছে।

আরও পড়ুন...

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত