ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ১৩:০৬  
আপডেট :
 ২৪ নভেম্বর ২০২১, ১৩:১১

বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ছবি: প্রতিনিধি

বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের চান্দিনা উপজেলায় বিক্ষোভ করে 'ডেনিম' নামে কারখানার শ্রমিকরা।

এতে মহাসড়কের চান্দিনা এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তিন মাসের বেতন আটকে দিয়েছে কারখানাটি। বেতন না পাওয়ায় মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে তাদের। বেতন পরিশোধের দাবিতে তারা বিক্ষোভ করছেন।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি জিয়াউল হক জানান, 'শ্রমিকরা বেতনের দাবিতে সকালে বিক্ষোভ শুরু করে। আমরা মহাসড়ক স্বাভাবিক রাখার কাজ করছি। পাশাপাশি শ্রমিক ও কারখানা মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলছি'।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত