ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

মৃত্যুশূন্য চট্টগ্রামে শনাক্ত অব্যাহত

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ০৯:০৯  
আপডেট :
 ২৯ নভেম্বর ২০২১, ০৯:২৩

মৃত্যুশূন্য চট্টগ্রামে শনাক্ত অব্যাহত

চট্টগ্রামে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারও। তবে এসময়ের মধ্যে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৯জন। নতুন শনাক্ত নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ৩৯৭ জনে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত একদিনে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষা পরীক্ষা করে নয়জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। শনাক্তদের সবাই শহরের বাসিন্দা।

তিনি আরও জানান,একদিনে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১জন ও জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩জনের করোনা শনাক্ত শনাক্ত হয়।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত