ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

দক্ষিণ আফ্রিকা থেকে আসা সাতজনের বিষয়ে বিশেষ শতর্কতা

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ১০:২০  
আপডেট :
 ৩০ নভেম্বর ২০২১, ১০:৫৩

দক্ষিণ আফ্রিকা থেকে আসা সাতজনের বিষয়ে বিশেষ শতর্কতা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা থেকে আসা সাতজনের বিষয়ে বিশেষ শতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। হোম কোয়ারেন্টিনে থাকাসহ এ সাতজনের বাড়িতে লাল পতাকা টাঙানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক ও সিভিল সার্জন।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা করোনা কমিটির এক জরুরি বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়। সেই সাথে, আখাউড়া স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষায় সতর্কতা জারি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ বলেন, ‘গত রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রান্ত একটি চিঠি এসেছে আমাদের কাছে। এ নিয়ে আমাদের কমিটির সভা হয়েছে।’

সভা সূত্র জানায়, দক্ষিণ আফ্রিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ১ জন, কসবার ৩ জন, নবীনগরে ১ জন ও সদর উপজেলার ২ জন দেশে এসেছেন। তাদের ব্যাপারে দ্রুত অনুসন্ধান চালিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতসহ লাল পতাকা টাঙিয়ে দেয়ার কথা বলা হয়েছে।

এছাড়া করোনার টিকা আরও দ্রুত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রেজিস্ট্রেশনকৃত দুই লাখ ব্যক্তিকে দ্রুত টিকা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেয়ার কথা জানানো হয় সভায়।

বাংলাদেশ জার্নাল/জেবি

  • সর্বশেষ
  • পঠিত