ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

নৌকার প্রার্থী দোলনের জামানত বাজেয়াপ্ত

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ১৫:২৫

নৌকার প্রার্থী দোলনের জামানত বাজেয়াপ্ত
মেহেদী হাসান দোলন। ফাইল ছবি

তৃতীয় ধাপের নির্বাচনে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকার) প্রার্থী মেহেদী হাসান দোলনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি মোট ভোট পেয়েছেন ১২৮১।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাঁকা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (মোটরসাইকেল) প্রার্থী নয়েজ মাহমুদ। তিনি পেয়েছেন ৫ হাজার ৬৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নেকবর হোসেন (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ১৯ ভোট।

তৃতীয় স্থানে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন (আনারস)। তিনি পেয়েছেন ৩ হাজার ৬৬ ভোট। চতুর্থ হয়েছেন আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন (চশমা)। তিনি পেয়েছেন ২ হাজার ৬৭ ভোট। এই ইউনিয়নে মোট ১৭ হাজার ২৬৩ ভোট পড়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ জানান, মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে মেহেদী হাসান দোলনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত