ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

মুকসুদপুরে নির্বাচন পরবর্তী হামলায় আহত ১০

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ১০:৫৯

মুকসুদপুরে নির্বাচন পরবর্তী হামলায় আহত ১০
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচন পরবর্তী নব-নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যানের সমর্থকের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১০ জন আহত হয়েছে।

এ হামলার সময় তিনটি দোকান ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মোচনা ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর মিয়া হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান লিটন জানান, গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রার্থীর নির্বাচন করি। এতে স্বতন্ত্র প্রার্থী নব-নির্বাচিত চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্যার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালিয়ে আমাকে আহত করে।

এসময় তারা আমার অন্য সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ইট দিয়ে ৮ বছরের এক শিশুর মাথা থেতলে দেয় এবং আরও প্রায় ৮ জন আহত হন।

হামলা চলাকালে মোচনা বাজারে তিনটি দোকান ঘর ভাঙচুর করা হয়। এই বিষয়ে মুকসুদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মারাত্মক আহত আব্দুল্লাহ (৮), রাসেল (৩৫), কালু মোল্যা (৩২), মাসুদ (৪০), লিটন (৩২), বাদলকে (৪৫) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর মিয়া জানান, হামলার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এলাকার পরিস্থিতি এখন শান্ত। এখন পযর্ন্ত ক্ষতিগ্রস্থ কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত