ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

হত্যা মামলার ২২ বছর একজনের যাবজ্জীবন

  সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ১৪:৫৯

হত্যা মামলার ২২ বছর একজনের যাবজ্জীবন
প্রতীকি ছবি

সুনামগঞ্জের ছাতকে তেরা মিয়া হত্যা মামলায় ২২ বছর পর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, ছাতকের গন্ধর্বপুর এলাকার ওহাব মিয়ার ছেলে ফারুক আহমদ মধু মিয়া।

রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তফা মিয়া।

মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২২ নভেম্বর ছাতক উপজেলার কালারুকা ইউপি চেয়ারম্যান আরজু মিয়া ও আব্দুল হাই মছকু মিয়ার মধ্যে নির্বাচন বিরোধের জের ধরে এবং গ্রামের বলারপীর সড়কে ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে ঘটনার দিন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আসামি ফারুক আহমদ প্রকাশ্যে তেরা মিয়াকে গুলি করে। পরে তাকে সিলেট ওসমানি হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় তেরা মিয়ার ভাতিজা সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার দায়েরের ২২ বছর পর দীর্ঘ বিচার কার্য শেষে আদালত আসামি ফারুক আহমদ মধু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এসময় আরও ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/জেবি

  • সর্বশেষ
  • পঠিত