হাফ ভাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন: ওবায়দুল কাদের
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ১৫:৫৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঢাকা সিটিতে বেশ কিছু পরিবহনে শিক্ষার্থীদের কাছে থেকে হাফ ভাড়া নেয়া হচ্ছে না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন। কথা দিয়েছেন, কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লংঘন করছেন?’
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তার বাসভবনে ভার্চুয়ালি এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এসময় ওবায়দুল কাদের পরিবহন মালিক ও শ্রমিকদের হাফ ভাড়া বাস্তবায়নের অনুরোধ করেন।
খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইনে কোন বাধা নেই, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিয়ে যাচ্ছেন। প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে তারা দেশের আইন আদালতের কোনো তোয়াক্কা করে না।
তিনি বলেন, আর এ সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে তো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধি রয়েছে।
বাংলাদেশ জার্নাল/জেবি