ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

টঙ্গীতে অপহৃত শিশু ফরিদপুরে উদ্ধার

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ১৭:৪০

টঙ্গীতে অপহৃত শিশু ফরিদপুরে উদ্ধার
ছবি: প্রতিনিধি

টঙ্গীতে অপহৃত পাঁচ মাসের এক শিশুকে বুধবার রাতে ফরিদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় জোৎস্না আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফরিদপুরের ভাঙ্গা থানার চন্ডিদাসদী সোনাখোলা এলাকার উজ্জল হোসেনের স্ত্রী।

টঙ্গী থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, ভিক্টিমের মা পান্না আক্তার ওরফে খুকু মনি (২০) নেত্রকোনার কেন্দুয়া থানার বাসাটি এলাকার বাসিন্দা। তিনি সপরিবারে টঙ্গীর পূর্ব আরিচপুরে বসবাস করেন। গত ১৯ নভেম্বর তাদের টঙ্গীর বাসায় ননদ পরিচয়ে জোৎস্না দুইদিন অবস্থান করেন। পরদিন কোনো এক সময় সুযোগ বুঝে খুকু মনির পাঁচ মাসের শিশুকন্যা আয়েশাকে নিয়ে পালিয়ে যান জ্যোৎস্না। পরে শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে এ ব্যাপারে ২৪ নভেম্বর টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেন।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ বিভাগ) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে টঙ্গী পূর্ব থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিশু আয়েশাকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারে অনুসন্ধানে নামেন। পরে ভিক্টিমের বাসার এলাকার সিসি ক্যামেরা ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন মালিগ্রাম এলাকায় আসামির অবস্থান নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানা পুলিশ সেখানে অভিযানে যায়।

পরে বুধবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে অপহৃত শিশু আয়েশা সিদ্দিকাকে উদ্ধার করা হয় এবং এই ঘটনায় জড়িত আসামি জোৎস্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত