ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

সেতুমন্ত্রী বরাবর চট্টগ্রামের শিক্ষার্থীদের স্মারকলিপি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ২১:১৯  
আপডেট :
 ০২ ডিসেম্বর ২০২১, ২১:২৩

সেতুমন্ত্রী বরাবর চট্টগ্রামের শিক্ষার্থীদের স্মারকলিপি
ছবি- সংগৃহীত

চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীরা কোনোরকম শর্ত ছাড়া হাফ ভাড়া নিশ্চিতসহ ৯ দফা দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবর স্মারকলিপি দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের হাতে এ স্মারকলিপি তুলে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে বেলা ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এরপর একটি মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে জেলা প্রশাসকের হাতে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেয় শিক্ষার্থীরা।

এতে অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- সড়ক দুর্ঘটনায় নিহতের বিচার বিশেষ ট্রাইব্যুনালে করা, আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া ও গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি।

দুই সপ্তাহের বেশি সময় ধরে অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের টানা আন্দোলনের মুখে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শুধুমাত্র রাজধানীতে শর্তসাপেক্ষে হাফ ভাড়া সুবিধার ঘোষণা দেন পরিবহন মালিকরা।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত