ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

রাজশাহীর পদ্মায় ঘড়িয়াল অবমুক্ত

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ২১:৫১

রাজশাহীর পদ্মায় ঘড়িয়াল অবমুক্ত
ছবি- সংগৃহীত

রাজশাহীর পদ্মা নদীতে ছাড়া হলো নড়াইলে জেলেদের জালে ধরা পড়া একটি ঘড়িয়াল। বৃহস্পতিবার দুপুরে গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ীর রেলবাজার এলাকায় ঘড়িয়ালটি ছাড়া হয়।

রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৮ নভেম্বর নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে ঘড়িয়ালটি জেলেদের জালে আটকা পড়ে। সেখানে থেকে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি টিম উদ্ধার করে। এরপর সেটির প্রজনন, সংরক্ষণ ও বংশবিস্তারের কথা ভেবে রাজশাহীর পদ্মায় অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক ও প্রকৃতি সংরক্ষণের অঞ্চলের কর্মকর্তা মোল্লা রেজাউল করিমের নির্দেশনায় এটিকে রাজশাহী ছাড়া হয়। কারণ এখানকার প্রকৃতি ও পরিবেশ ভালো থাকায় এ অঞ্চলকে ঘড়িয়ালের প্রজননের জন্য বেছে নেয়া হয় বলে জানান তিনি।

তিনি বলেন, ঘড়িয়ালটি দৈর্ঘ্য ছিল ২৮ ইঞ্চি ও ওজন ছিল দুই কেজি। দুপুরে এটিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত