ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

দ. আফ্রিকা ফেরত টাঙ্গাইলের ৬ প্রবাসী হোম কোয়ারেন্টিনে

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ২২:১৪  
আপডেট :
 ০২ ডিসেম্বর ২০২১, ২২:১৭

দ. আফ্রিকা ফেরত টাঙ্গাইলের ৬ প্রবাসী হোম কোয়ারেন্টিনে

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্তের ফলে সেদেশ থেকে ফেরত টাঙ্গাইলের ছয় প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম হুসাইন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের মধ্যে জেলার মির্জাপুর উপজেলায় তিন, কালিহাতীতে দুই ও বাসাইল উপজেলার একজন রয়েছেন। এরা সবাই গত মাসে টাঙ্গাইলে ফিরেছেন।

সূত্র জানায়, দক্ষিণ আফ্রিকাফেরত ছয় জনের ঠিকানা খুঁজে বের করে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সিভিল সার্জনের উদ্যোগে গত ৩০ নভেম্বর থেকে তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ১৪ দিন পর পরীক্ষা করে তাদের নেগেটিভ এলে ছাড়পত্র দেওয়া হবে।

ডা. শামীম হুসাইন চৌধুরী বলেন, তারা সবাই সম্প্রতি দেশে ফিরেছেন। বিষয়টি জানতে পেরে তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। অনেকের বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে।

প্রসঙ্গত, সস্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে আফ্রিকাফেরত প্রবাসীদের কোয়ারেন্টিনে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত