ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ফের ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে মামলা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ১৭:৪৫

ফের ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

ইভ্যালির প্রধান নির্বাহী পরিচালক (সিইও) মোহাম্মদ রাসেল এবং চেয়্যারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে ফের চেক প্রতারণার মামলা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন আদালতে তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি এই মামলা দায়ের করেন।

অভিযোগপত্রে বলা হয়, ইভ্যালি ডটকম লিমিটেডের বিশেষ ছাড়ে মোটরসাইকেল বিক্রির অফার দেখে চলতি বছরের ২৬শে ফেব্রুয়ারি ১ লাখ ৪৯ হাজার ৬৩৫ টাকা পরিশোধ করে একটি মোটরসাইকেল ক্রয়ের অর্ডার করেন বাদী। অর্ডারের ৪৫ দিনের মধ্যে নির্দিষ্ট পণ্য ডেলিভারি করার কথা ছিল নতুবা ক্ষতিপূরণ বাবদ বাদীকে ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করবেন।

নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও মোটরসাইকেলটি ডেলিভারি দিতে না পারায় গত ২৮ জুন ২ লাখ ৫০ হাজার টাকার সিটি ব্যাংকের একটি চেক বাদীর নামে ইস্যু করে ইভ্যালি। ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক থেকে চেকটি ডিজঅনার হয়।

তোফাজ্জল হোসেনের আইনজীবী মিয়া হোসেন জানান, আদালত মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করে সামনের ১০ই জানুয়ারী আসামীদের হাজির হতে নির্দেশ দেন।

বাংলাদেশ জার্নাল/এসএস/এমজে

  • সর্বশেষ
  • পঠিত