ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

করোনার চিকিৎসায় বেক্সিমকো-এস্কায়েফের ওষুধ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ১০:৩০  
আপডেট :
 ৩১ ডিসেম্বর ২০২১, ১১:০১

করোনার চিকিৎসায় বেক্সিমকো-এস্কায়েফের ওষুধ

করোনার চিকিৎসায় এস্কায়েফ ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার গনমাধ্যমকে এই অনুমোদন প্রাপ্তির ব্যাপারে জানায় উক্ত দুইটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বলা হয়েছে, এই (প্যাক্সলোভিড) যুগান্তকারী ওষুধটি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দ্রুততম সময়ে সাধ্যের মধ্যে চিকিৎসাসেবা সহজলভ্য করার প্রতিশ্রুতি রেখেছি আমরা।

এস্কায়েফ ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের পরিচালক মুজাহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত মৃদু ও মাঝারি লক্ষণযুক্ত রোগীরা এই ওষুধ খেতে পারবেন। এটি লক্ষণ উপসর্গ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে খেতে হবে।

বেক্সিমকো এই ওষুধ বাজারে আনবে বেক্সোভিড নামে। এস্কাফের ওষুধটি বাজারে আসবে প্যাক্সোভির নামে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আইয়ুব হোসেন গণমাধ্যমকে জানান, তারা আমাদের কাছে যে আবেদন করেছিলো, আজ সেটি ব্যবহারের জন্য জরুরি অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বেক্সিমকো আর এস্কায়েফের ওষুধ পাঁচ দিন খেতে হবে। পুরো কোর্স শেষ করতে ১৬ হাজার টাকা খরচ হবে।

দেশের আরও কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত