ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

জয়পুরহাটে মাসব্যাপী পুনাক শিল্প ও পণ্য মেলা শুরু

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২২, ২৩:৫৫

জয়পুরহাটে মাসব্যাপী পুনাক শিল্প ও পণ্য মেলা শুরু
ছবি- প্রতিনিধি

জয়পুরহাটে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মাস ব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টার চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলায় বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছেন। খাবার ও বিভিন্ন ধরণের পণ্যের স্টল রয়েছে। উৎসবমূখর পরিবেশেই জানুয়ারি মাসব্যাপী এই মেলা চলবে বলে জানান আয়োজকরা।

মাস ব্যাপী পুনাক এর শিল্প ও পণ্য মেলায় মিলছে, নকশিকাঁথা, হাতের কাজ করা থ্রিপিস, মেয়েদের ভ্যানিটি ব্যাগ, জুয়েলারি অর্নামেন্টসহ বিভিন্ন সামগ্রী। এছাড়া বাচ্চাদের বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন ধরণের রাইড। মেলার অন্যতম আকর্ষণ ডান্সিং পানির ফোয়ারা।

পুনাক জয়পুরহাটের সভানেত্রী ডাঃ রেবেকা শারমিনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ, জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত