ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

নাব্যতা সংকটে কচা নদী, ফেরি চলাচল ব্যাহত

  পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২২, ১২:১৮

নাব্যতা সংকটে কচা নদী, ফেরি চলাচল ব্যাহত
ছবি: প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কচা নদীর বিভিন্ন স্থানে জেগে ওঠা ডুবোচরে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে টগড়া-চরখালী রুটের ফেরি চলাচল। ফলে বিপাকে পড়েছে ঢাকাসহ দক্ষিণাঞ্চলের ১২টি রুটের যান চলাচলে।

কচা নদীর নাব্যতা সংকট এতই যে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ কচা নদীটি পার হতে বছরের অন্যান্য সময় ২০ থেকে ২৫ মিনিট সময় লাগলেও, শীত মৌসুমে এ চিত্র পুরো উল্টো। নদীর প্রায় অর্ধেকটাজুড়ে রয়েছে ডুবোচর। এতে প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা ফেরি আটকে থাকে নদীর মাঝখানে। যতক্ষণ নদীতে জোয়ার না আসে, ততক্ষণ অপেক্ষা করতে হয়।

ড্রেজিংয়ের মাধ্যমে সরকারকে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন টগড়া-চরখালী ফেরি রুট ব্যবহারকারীরা। ভুক্তভোগীরা বলেন, আমরা অনেক মুখের কথা শুনি, এবার কাজ দেখতে চাই। এটা আমাদের প্রত্যাশা।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, কচা নদীর নাব্যতা সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম জানান, নদী ড্রেজিং ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়। ডুবোচর ড্রেজিং করা জরুরি এবং নদী পথের দূরত্ব বেশি হওয়ায় দুই প্রান্তে দুইটি ফেরি থাকলে ভোগান্তি কিছুটা কমবে। আশা করছি এ সমস্যার দ্রুত সমাধান হবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত