ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে প্রভাবিত করতে ভিয়েতনামের প্রতি আহ্বান

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ২১:৩০  
আপডেট :
 ১৩ জানুয়ারি ২০২২, ২১:৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে প্রভাবিত করতে ভিয়েতনামের প্রতি আহ্বান
ছবি- সংগৃহীত

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত তাদের দেশে ফিরিয়ে নিতে দেশটির সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগাতে ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বুধবার বিকেলে ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সনের সাথে টেলিফোনে আলোচনাকালে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এসময় জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে সহায়তার মাধ্যমে এই রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আরো সক্রিয় ভূমিকা পালন করতে ভিয়েতনাম ও আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের দ্বারা উগ্রবাদ, চরমপন্থা, আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচার বেড়েই চলেছে। যা গোটা অঞ্চলের নিরাপত্তার জন্যই মারাত্মক হুমকি।

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দুর্দশার কথা ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন আব্দুল মোমেন। বুই থান বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তার প্রতিশ্রুতি দেয়ায় ড. মোমেন তাকে ধন্যবাদ জানান।

দু’দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে সন্তোষ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আশা করেন, আগামী বছর যথাযোগ্যভাবে দু’দেশ তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করবে। সূত্র-বাসস

বাংলাদেশ জার্নাল//এমজে

  • সর্বশেষ
  • পঠিত