ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

যুবদল নেতা জসিমের বিচারের দাবি

যুবদল নেতা জসিমের বিচারের দাবি
ছবি: নিজস্ব

গাজীপুর জেলা যুবদল সাবেক সভাপতি হারিস আহমেদের হত্যাকারীর বিচারের দাবি জানিয়েছে তার পরিবার। সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান হারিস আহমেদের ছেলে আহমেদ আল রাকেশ মন্টি।

শহীদ হারিস আহমেদ স্মৃতি সংসদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনে রাকেশ মন্টি বলেন, ‘আমার বাবা শহীদ হারিস আহমেদ ২০০২ সালের ২৪ জানুয়ারি সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যা হয়। মৃত্যুর পূর্বে বাবা হাসপাতালে জবানবন্দী দিয়েছেন, আসামি গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট গং তার ওপর হামলা চালায়। জসিম উদ্দিন ভাটও স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে সে হত্যার সঙ্গে জড়িত ছিল।’

‘তার স্বীকারোক্তি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানার পর তৎকালীন মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায় তাকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করে। এখন প্রশ্ন হচ্ছে, দল থেকে বহিষ্কৃত খুনি কিভাবে দলীয় পদে অধিষ্ঠিত হয়?’

রাকেশ মন্টি আরও জানান, তার বাবাকে যখন হত্যা করা হয় তখন তিনি অনেক ছোট ছিলেন। ওই সময় তার মা ভয়ে সাক্ষী দিতে যাননি। তাই এখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের শীর্ষ নেতৃবৃন্দের কাছে তার বাবার খুনির বিচার দাবি করছেন ও দলের পদ থেকে অব্যাহতির মাধ্যমে হারিস আহমেদের হত্যার বিচারে সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এই দলকে ব্যবহার করে খুনিরা যেন পুরষ্কৃত না হয়, আমার বাবার রক্তমাখা গাজীপুরের যুবদলকে যেন ধ্বংস করতে না পারে এবং তার হত্যার বিচারে প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করছি।’

জসিম উদ্দিন ভাটকে দল থেকে অব্যাহতি দেয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় দপ্তরেও নিহত হারিস আহমেদের পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে বলে জানান মন্টি।

বাংলাদেশ জার্নাল/কেএস/পিএল

  • সর্বশেষ
  • পঠিত