ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

ঢাবিতে শাবিপ্রবি ভিসির কুশপুত্তলিকা দাহ

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ২০:১৪

ঢাবিতে শাবিপ্রবি ভিসির কুশপুত্তলিকা দাহ
ছবি: প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবি ভিসির কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করে।

সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আপনারা কি চান যে ছাত্ররা আপনাদের গদি ধরে টান দিক? ছাত্ররা নিজেদের পড়ার টেবিলে ফিরে যেতে চায়, আপনাদের গদি ধরে টান দিতে চায় না।’

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রদের এভাবে ক্ষেপিয়ে তুললে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সব দাবি-দাওয়া মেনে নিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীনকে পদত্যাগ করতে হবে। এ ধরনের কর্মকাণ্ড ও পুলিশি হামলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। অন্যথায়, ঢাবি, চবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তিনি।

সমাবেশে তারা শাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে সব দাবি-দাওয়া পূরণ করার জন্য জোর দাবি জানান।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত