ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

শাবিপ্রবির শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহারের দাবি ছাত্রদলের

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ১৩:১১  
আপডেট :
 ২০ জানুয়ারি ২০২২, ১৩:১৬

শাবিপ্রবির শিক্ষার্থীদের নামে মামলা প্রত্যাহারের দাবি ছাত্রদলের
ছবি: প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভিসির পদত্যাগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ পালিত হয়।

সমাবেশে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমরা সবাই দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাজমেরী ইসলামকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠানো হয়েছে। তারও আগে শুধু জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসের জন্য মোর্শেদ স্যারের চাকরি চলে যায়। এখন আমরা দেখলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন করলে শাবিপ্রবি ছাত্রলীগ ও পুলিশ প্রশাসন তাদের ওপর হামলা করেছে। তাদের ওপর গুলি চালানো হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ স্বৈরাচারী সরকারের আমলে এসব হয়েই আসছে। আমরা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

বক্তব্যে তিনি ভিসির পদত্যাগ ও শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া না হলে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত