ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ আহত ১৫

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ০১:৩৭

কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ আহত ১৫
ছবি প্রতীকী

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- গড়ের বাড়ি কাঞ্চনপুরের সোহেল রানা (৩৫), তরিকুল ইসলাম (৩৫), রফিকুল ইসলাম, (২৫), আতাহার আলী (৬০), মহির হোসেন (৪০), শহীদুল ইসলাম (৬০), নাজিম মিয়া (৪০), অন্তর বিশ্বাস (২২), শাহাদাত বিশ্বাস (৩০), আমেনা বেগম (৭০), আম্বিয়া খাতুন (৫০), আসাদুল ইসলাম (৪৫), রবিন বিশ্বাস (২৬) ও আরিফুল ইসলাম (১৮)।

জানা যায়, ইসলামী ব্যাংকে কর্মরত সোহেল রানা তার ক্রয়কৃত সম্পত্তিতে শুক্রবার সকালে বাড়ি নির্মাণের কাজ করতে যান। এ সময় প্রতিবেশী সিরাজ বিশ্বাস তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে নিয়ে হামলা চালায়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারীসহ দুইপক্ষের ১৫ জন আহত হন। আহতরা বর্তমানে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জমান তুষার জানান, সোহেল রানা জমি কেনার পর থেকেই প্রতিবেশি সিরাজ বিশ্বাস জমির দখল নিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

এ ব্যাপারে কুমারখালী থানায় সালিশি বৈঠকে সোহেল রানার পক্ষে সমস্ত প্রমাণাদি থাকার কারণে তার পক্ষে রায় দেয়। যে কারণে ব্যাংক কর্মকর্তা তার জমির ওপর শুক্রবার সকালে বাড়ি নির্মাণের কাজ করতে গেলে সিরাজ বিশ্বাস তার লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, অভিযোগ পেয়েছি। সংঘর্ষে দুই পক্ষের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খোঁজখবর নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত