ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা ৩ বিভাগে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ১২:৩২

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা ৩ বিভাগে
সংগৃহীত ছবি।

আজ মাঘ মাসের ৮ তারিখ। শীত আগের থেকে কিছুটা বাড়ছে। এদিকে দেশের খুলনা, বরিশাল এবং ঢাকা এই তিন বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকলেও সাধারণত আবহাওয়া শুষ্ক থাকবে।

শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানান, সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। আগামী তিনদিনে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বাংলাদেশ জার্নাল/পিএল
  • সর্বশেষ
  • পঠিত