ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

জামায়াত বাদে যে কোন দল আসলে আমরা জোট গড়তে পারি

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ১৩:৫৫

জামায়াত বাদে যে কোন দল আসলে আমরা জোট গড়তে পারি
ছবি- প্রতিনিধি

আগামী নির্বাচনে জোট করা প্রসঙ্গে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কৃষক পার্টির সভাপতি মো. সাইদুর রহমান টেপা বলেছেন, জাতীয় পার্টি কখনো আওয়ামী লীগের সঙ্গে গাটছাড়া বাঁধেনি। তবে আমরা মনে করেছি স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় দরকার। সেজন্য আমরা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছি। বর্তমানে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনের ওপর যে গণতান্ত্রিক হামলা হয়েছে এটা যদি চলতে থাকে আগামীতে জাতীয় পার্টি নির্বাচন করবে কি করবে না এটি নিয়ে সন্দেহ আছে। আমরা কারো সঙ্গে জোট করবো কি না সেটি প্রেসিডিয়াম মিটিং-এ সিদ্ধান্ত হবে। তবে জামায়াত বাদে আওয়ামী লীগ বা অন্য দলগুলো আসলে আমরা তাদের সাথে জোট গড়বো।

শনিবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির জনক জাতির জনকই এখানে রাজনীতির কিছুই নেই। জাতীয় পার্টি করি, বা বিএনপি করি বা অন্য দল করি এটা কোন বিষয় না। জাতির জনককে নিয়ে কোন আপস নেই, কোন বিতর্ক নেই। আমরা জাতির জনকের কথায় মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীনতা অর্জন করেছি। আমাদের দলের নির্দেশ রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করার জন্য।

এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কৃষক পার্টির সভাপতি মো. সাইদুর রহমান টেপা। পরে বঙ্গবন্ধুর ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ আলমগীর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত