ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত

  সৌরভ ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ১৬:৫৩

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামে কনকনে শীত আর হিমেল ঠান্ডা হাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। তীব্র ঠান্ডা আর ঘন কুয়াশার ফলে কাজে বের হতে পারছে না শ্রমজীবী মানুষ। বয়স্ক আর শিশুরা অল্পতেই কাহিল হয়ে পড়ছে। দেখা দিচ্ছে নানান রোগ-ব্যাধি।

শনিবার কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস।

জেলা ত্রাণ ও পূনর্বাসন অফিস সূত্র জানায়, শীতার্তদের জন্য এখন পর্যন্ত জেলায় ১ কোটি ১০ লক্ষ টাকার বরাদ্দ পাওয়া গেছে। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরও ৩৫ হাজার ৭০০ কম্বল দেয়া হয়েছে। যা বিতরণ পর্যায়ে রয়েছে।

প্রচণ্ড ঠান্ডার ফলে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্তরা। সকালে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। সন্ধ্যার পর ফাঁকা হয়ে যাচ্ছে গোটা এলাকা।

প্রতিদিন হাসপাতালে বাড়ছে নতুন নতুন রোগীর সংখ্যা। নদ-নদী তীরবর্তী ও চরাঞ্চলের দরিদ্র মানুষ মোটা কাপড়েও ঠেকাতে পারছে না হিম ঠান্ডা।

সদর উপজেলার চর সারডোব এলাকার শ্রমিক দিনোবন্ধু কাজ করছিলেন আলু ক্ষেতে। তিনি বলেন, ‘শিরশির বাতাসে হাত-পা জমি যাইতেছে। পেটের জ্বালায় কাজ করছি। কাজ না করলে খামো কি!’

একই গ্রামের গৃহবধূ জাহানারা জানান, ঠান্ডায় শিশুরা পাতলা পায়খানা করে। জ্বর, সর্দি ও কাঁশি হয়। ঠান্ডা পানি ব্যবহার করায় নারীদের হাত-পায়ে ঘা হচ্ছে।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, চরাঞ্চলে যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। ধীরে ধীরে সেগুলো আমরা তাদের মাঝে বিতরণ করছি।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত