ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

জামালপুর কারাগারে এক হাজতির মৃত্যু

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ০০:৩০  
আপডেট :
 ২৩ জানুয়ারি ২০২২, ০০:৩৫

জামালপুর কারাগারে এক হাজতির মৃত্যু
ছবি- সংগৃহীত

জামালপুর জেলা কারাগারের হাজতি আসামি শাকিল মাহমুদ জিসান (২৬) চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯ টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ।

নিহত শাকিল আহমেদ জামালপুর শহরের কাচারীপাড়ার জামালপুর পৌরসভার সাবেক কমিশনার মৃত জসিম উদ্দিন জসির ছেলে।

জামালপুর জেলা কারাগার ও পুলিশ সূত্র জানায়, ৯ ডিসেম্বর মাদক মামলায় জিসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে সোপর্দ করলে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়। হাজতি আসামি জিসান বুধবার (১৮ ডিসেম্বর) অসুস্থ হয়ে পড়লে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গুরুতর অসুস্থ শাকিলকে ময়ময়নসিংহ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯টায় মারা যায় শাকিল।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ জানিয়েছেন, অতিরিক্ত মাদক সেবনের ফলে হাজতি আসামি শাকিল মাহমুদ জিসানের ফুসফুসের সিংহভাগ পচে গেছে। ফুসফুস পচে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, শাকিল দীর্ঘদিন ধরে হিরোইন সেবন ও মাদকের ব্যবসা করতো। তার নামে জামালপুর সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত