গাজীপুরে একদিনে শনাক্তের হার ৪৩ শতাংশ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ২১:২৭

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৩৫৫ নমুনা পরীক্ষা ফলাফলে ১৫৩ জনে করোনা শনাক্ত হলেও নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি। একদিনে এ জেলায় শনাক্তের হার ৪৩ শতাংশেরও ওপরে।
|আরো খবর
রোববার বিকেলের দিকে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৫৩ নমুনায়ই নতুন করে করোনা পাযওয়া গেছে। গত ২১ জানুয়ারি একজন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু নেই। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ৪৩ শতাংশেরও ওপরে।
সিভিল সার্জন আরও বলেন, এ যাবৎ গাজীপুরে এক লাখ ৪৬ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ হাজার ৯১৩ জনের পজেটিভ শনাক্ত হয়। ৫০৭ জনের মৃত্যু এবং ২৪ হাজার ৪৬৫ জন করোনা ক্ত হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এসকে