ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

টেকনাফে ৩৬ হাজার রোহিঙ্গার ঝুঁকিপূর্ণ বসবাস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ১৩:৩৯  
আপডেট :
 ২৪ জানুয়ারি ২০২২, ১৩:৫৫

টেকনাফে ৩৬ হাজার রোহিঙ্গার ঝুঁকিপূর্ণ বসবাস
সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২১-২২ নং রোহিঙ্গা ক্যাম্পে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা। ক্যাম্প দুটো চাকমারকুল এবং উনচিপ্রাং নামে পরিচিত।

গত ১৩ জানুয়ারি বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে এক পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ক্যাম্প দুটি পরিবেশগত দিক থেকে পাহাড়ের পাদদেশে এবং বিচ্ছিন্ন এলাকায় অবস্থিত হওয়ায় নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবং এই ঝুঁকির মধ্যে বসবাস করছে প্রায় ছয় হাজার রোহিঙ্গা এবং অবস্থান করছে আরও প্রায় ৩০ হাজার রোহিঙ্গা।

ইতোপূর্বে ভূমি ধস এবং হঠাৎ বন্যায় এই ক্যাম্পগুলোতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিচ্ছিন্ন এলাকায় অবস্থিত হওয়ায় ক্যাম্প দুটি বিভিন্ন সন্ত্রাসী দল এবং ডাকাতদলের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

রোহিঙ্গাদের অপরাধ দমনসহ সব রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে "আমরা কক্সবাজারবাসী" সহ অন্যান্য অঙ্গ সংগঠন এবং স্থানীয় নেতৃবৃন্দ কক্সবাজারের উখিয়ায় মানববন্ধন ও জনসমাবেশ করেছে।

স্থানীয়দের অভিযোগ, সারাদেশে অস্ত্র ও মাদক পাচারসহ নানা ধরনের জঘন্য অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসীরা। এছাড়াও স্থানীয়দের হত্যা, ঘরবাড়িতে হামলাসহ নানা অপরাধমূলক কাজ করে আসছে রোহিঙ্গারা।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত