ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

দিনাজপুরে করোনা শনাক্তের হার ৫৩.৪৮ শতাংশ

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ১৩:২৯

দিনাজপুরে করোনা শনাক্তের হার ৫৩.৪৮ শতাংশ
সংগৃহীত ছবি

গেল ২৪ ঘণ্টায় দিনাজপুরে ১৭২ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩ দশমিক ৪৮ শতাংশ। তবে এ সময়ের মধ্যে নতুন করে কোন মৃত্যু নেই।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন বোরহান লিয়ন।

তিনি জানান, নতুন আক্রান্ত ৯২ জন নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯৯ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯২ জন। ২৪ ঘণ্টায় কোন সুস্থতা নেই। মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৩৩ জন। বর্তমান রোগী ৪৭৪ জন। শনাক্তের হার ৫৩ দশমিক ৪৮শতাংশ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১৩টি উপজেলায় আক্রান্ত ৯২ জনের মধ্যে রয়েছেন, সদর উপজেলায় ৬৪ জন, বিরল উপজেলায় ৪ জন, চিরিরবন্দরে ৩ জন, বোচাগঞ্জে ১ জন, বিরামপুরে ৪ জন, ফুলবাড়িতে ৯ জন, ঘোড়াঘাটে ৪ জন, কাহারোলে ২ জন, খানসামায় ২ জন, ও পার্বতীপুরে ১ জন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত