ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ২১:০৪

অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনকারীদের চলমান অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন আন্দোলনকারী অন্যান্য শিক্ষার্থীরা।

মঙ্গলবার সন্ধ্যার দিকে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সমবেত হয়ে শপথ বাক্য পাঠ করেন। এ সময় অনশনকারীদের অনশন ভাঙার অনুরোধ জানান। এসময় অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান তারা।

শাবি শিক্ষার্থী মোহাইমনুল বাশার রাজ শপথ পাঠের সময় বলেন, আন্দোলনকারীদের কষ্ট আর সহ্য করতে পারছি না। তারা মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তাদের জীবন অনেক মূল্যবান। তাই আমরা তাদেরকে অনশন ভাঙার অনুরোধ করবো। প্রথমে আমরা উপাচার্যের বাসভবনের সামনে অনশরতদের এই অনুরোধ করবো। পরে হাসপাতালে যারা আছেন তাদের অনুরোধ করবো।

তিনি আরও বলেন, তবে অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এদিকে এই শপথের পর অনশন ভাঙার বিষয়টি নিয়ে দুইপক্ষের আলোচনা হয়। এ নিয়ে সিদ্ধান্ত জানাতে এক ঘণ্টা সময় নেন অনশনকারী শিক্ষার্থীরা।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত