ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

যশোরে একদিনে ২০০ ছাড়ালো করোনা শনাক্ত

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ১৯:৫৯

যশোরে একদিনে ২০০ ছাড়ালো করোনা শনাক্ত
ফাইল ছবি

করোনার তৃতীয় ঢেউয়ে যশোরে একদিনে ২২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ৪৭৯টি নমুনা পরীক্ষার ফলাফলে তারা পজেটিভ শনাক্ত হন। এ নিয়ে বুধবার পর্যন্ত জেলায় ২৩ হাজার ২৪৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।

যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রেহেনেওয়াজ জানান, বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৮৫টি নমুনা পরীক্ষায় ১১৯ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ৫টি নমুনা পরীক্ষায় ৩ জন ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪২টি র‍্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৭১ জনের শরীরে করোনা শনাক হয়।

গত একদিনে মোট শনাক্ত ২২৯ জনের মধ্যে যশোর সদর উপজেলায় ১৬৬ জন, চৌগাছা উপজেলায় ১১ জন, ঝিকরগাছা উপজেলায় ৩০ জন, শার্শা উপজেলায় ৭ জন, কেশবপুর উপজেলায় ৭ জন ও মণিরামপুর উপজেলায় ৮ জন রয়েছে।

এর আগে ২৫ জানুয়ারি ১৯৬ জন, ২৪ জানুয়ারি ১৯৫ জন, ২৩ জানুয়ারি ১৯৪ জন ২১ জানুয়ারি ১২৯ জন, ২০ জানুয়ারি ৬৬ জন, ১৯ জানুয়ারি ৭৫ জন, ১৮ জানুয়ারি ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিলো।

যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস জানান, ২৬ জানুয়ারি পর্যন্ত যশোর জেলায় ২৩ হাজার ২৪৪ জনের কোভিড শনাক্ত হয়েছে। যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মৃত্যু হয়েছে ৫১৭ জনের। এছাড়া ঢাকায় ৬ জন, খুলনায় ৭ জন ও সাতক্ষীরার হাসপাতালে মারা গেছেন ১ জন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত