সস্ত্রীক করোনায় আক্রান্ত আমির খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ২৩:৩৮ আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০০:০৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু করোনায় সংক্রমিত হয়েছেন।
|আরো খবর
বুধবার সন্ধ্যায় দুজনেরই করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে বলে বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান জানান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী তাহেরা খসরু চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তারা দুজনই ভালো আছেন।
দুজনের সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান শায়রুল।
বাংলাদেশ জার্নাল/কেএস/এসএস