ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

কোভিড—১৯

গাজীপুরে একদিনে শনাক্তের হার ৫৮ শতাংশ

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ২১:১৪  
আপডেট :
 ২৭ জানুয়ারি ২০২২, ২১:১৫

গাজীপুরে একদিনে শনাক্তের হার ৫৮ শতাংশ
ফাইল ছবি

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৪১৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫৮ শতাংশ। প্রতি দুইজনে একজন শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় ৪১৭ জনের নমুনা পরীক্ষায় ২৪২ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

এ মধ্যে কালীগঞ্জ উপজেলায় ২৮ জন, কালিয়াকৈর উপজেলায় ১৮ জন, কাপাসিয়া উপজেলায় ১৩ জন, শ্রীপুর উপজেলায় ২ জন ও গাজীপুর সদরে ১৮১ জন রয়েছে।

এ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যুর সংখ্যা ৫০৮ জন। এ পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ৫২০ জনের নমুনা পরীক্ষায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬৬৯ জনের। করোনামুক্ত হয়েছেন ২৪ হাজার ৫৯১ জন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত