ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে আরও চার জনের মৃত্যু, শনাক্ত ৩১.৯৭ শতাংশ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২২, ১০:৪৭

চট্টগ্রামে আরও চার জনের মৃত্যু, শনাক্ত ৩১.৯৭ শতাংশ

গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ।

শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৪টি ল্যাবে ৩ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৮৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা।

বাকি ২৮০ জনের মধ্যে লোহাগাড়ার ১০, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ১০, আনোয়ারার ২৪, চন্দনাইশের ১২, পটিয়ার ১৮, বোয়ালখালীর ১৬, কর্ণফুলীর ১, রাঙ্গুনিয়ার ২৪, রাউজানের ৪০, হাটহাজারীর ৫৩, ফটিকছড়ির ৩২, মিরসরাইয়ের ১৬, সীতাকুণ্ডের ১১ ও সন্দ্বীপ উপজেলার ৮ জন রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার ১ হাজার ১২১ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৫ হাজার ৫২৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩০ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত