ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

উদ্ধার হলো মতিঝিল আইডিয়াল কলেজের শিক্ষক হারুন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৬

উদ্ধার হলো মতিঝিল আইডিয়াল কলেজের শিক্ষক হারুন
শিক্ষক হারুন উর রশিদ

গত ৩১ জানুয়ারি রাজধানীর মাদারটেকে শাপলা কানন এলাকার বাসা থেকে বের হবার পর নিখোঁজ হন মতিঝিল আইডিয়াল কলেজের শিক্ষক হারুন উর রশিদ। নিখোঁজের ৬ দিন পর তাকে উদ্ধার করেছে সবুজবাগ থানা পুলিশ।

শনিবার রাতে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ আলী।

তিনি বলেন, আজ সন্ধ্যায় সায়েদাবাদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আত্মগোপনের বিষয়ে সুস্পষ্ট তথ্য পুলিশকে জানাননি তিনি। শুধু জানিয়েছেন, এই কয়েকদিন তিনি হোটেলে অবস্থান করেছিলেন। বাসায় পরিবারের লোকজনের সঙ্গে তেমন কথাও বলতেন না।

এর আগে গত ৩১ জানুয়ারি রাজধানীর মাদারটেকে শাপলা কানন এলাকার বাসা থেকে একটি ব্যাগ হাতে বেরিয়ে যান মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষক হারুন অর রশিদ। ‌ ১ ফেব্রুয়ারি পরিবারের সদস্যরা সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, বের হয়ে যাওয়ার সময় তার চেহারায় বিষণ্ণতার ছাপ ছিল। তার হাতে থাকা ব্যাগে একটি লুঙ্গি এবং গামছা ছিল। তিনি মোবাইল ফোন ব্যবহার করতেন না বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ জার্নাল/এফজেড/এসএস

  • সর্বশেষ
  • পঠিত