ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

হিলিতে বেড়েছে দেশি পেঁয়াজের দাম

  হিলি প্রতিনিধি

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:১১  
আপডেট :
 ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:২২

বৃষ্টির প্রভাবে বেড়েছে দেশি পেঁয়াজের দাম
ফাইল ছবি

টানা দুই দিনের বৃষ্টির প্রভাবে হিলিতে বেড়েছে দেশি পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৬ টাকা। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে নিম্নআয়ের মানুষ। এদিকে বাজারে সরবরাহ কমের কারণে দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

রোববার সকালের দিকে হিলি পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি আড়তে কমেছে দেশীয় পেঁয়াজের সরবরাহ। সরবরাহ কমার কারণে দুই দিনের ব্যবধানে ২২ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ প্রতিকেজি ৬ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে। এতে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়তে হয় সাধারণ ক্রেতাদের।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা সোহান ও সাব্বির বলেন, হঠাৎ করে হিলি বাজাওে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা দুই দিন আগে ২২ টাকা কেজি পেঁয়াজ কিনে নিয়ে গেলাম, আজকে এসে দাম শুনি ২৮ টাকা কেজি। এমনিতে বৃষ্টির কারণে বাহিরে কোন কাজকর্ম হচ্ছে না, এভাবে দাম বাড়লে আমাদের জন্য অসুবিধা।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল হোসেন বলেন, বর্তমানে হিলি বাজারে কোনো ভারতীয় পেঁয়াজ নেই, দেশীয় পেঁয়াজ দিয়ে আমরা ব্যবসা করছি। বৃষ্টির কারণে দুইদিন থেকে আমাদের আড়ৎগুলোতে দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম কিছুটা বাড়ছে। সরবরাহ বাড়লে দাম আবারো কমে আসবে। দাম বাড়ার কারণে বেচা-কেনাও কমে গেছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত