ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ঢাকার আকাশ ঝলমলে, দুই জেলায় শৈত্যপ্রবাহ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৮  
আপডেট :
 ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪১

ঢাকার আকাশ ঝলমলে, দুই জেলায় শৈত্যপ্রবাহ
সংগৃহীত ছবি

আগের দিন সকালের দিকে ঢাকার আকাশ মেঘে ঢাকা থাকলেও শনিবার সকাল থেকেই ঝলমলে রোদ। তবে পঞ্চগড় এবং কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে আগামী কয়েকদিন আবহাওয়া মোটামুটি এ রকমই থাকবে বলে জানানো হয় পূর্বাভাসে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সকালে কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বাংলাদেশ জার্নাল/পিএল

  • সর্বশেষ
  • পঠিত