ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫০ মিনিট আগে
শিরোনাম

বাবাকে হত্যা, ছেলের যাবজ্জীবন

  সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৮

বাবাকে হত্যা, ছেলের যাবজ্জীবন
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় বাবা আব্দুল মান্নান ওরফে মধুকে হত্যায় ছেলে শফিকুল ইসলামকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার জেলা দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৪ সালের ১ অক্টোবর সকালে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় পিতা আব্দুল মান্নান ওরফে মধুর বসতবাড়ির পেছনের বাগানে বিভিন্ন জাতের ছোট-বড় গাছ কেটে নষ্ট করছিলেন তার ছেলে শফিকুল ইসলাম। এ সময় তার অপর ভাই শাহ আলম বাধা দিলে শফিকুল ইসলাম তার মাথা লক্ষ্য করে কোপ মারে। শাহ আলমকে বাঁচানোর জন্য বাবা মধু এগিয়ে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে শফিকুল ইসলাম। আহত অবস্থায় আব্দুল মান্নান ওরফে মধুকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ১৭ অক্টোবর মধু মারা যান।

নিহত আব্দুল মান্নান ওরফে মধুর ছোট ভাই নজরুল ইসলাম বাদী হয়ে কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ প্রমাণিত হলে মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত শফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত