ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২২, ১৭:০০  
আপডেট :
 ১৩ মার্চ ২০২২, ১৮:১২

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠক

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার বিকেল ৪টার পর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে যোগ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং পুলিশ প্রধান বেনজির আহমেদসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

সম্প্রতি সয়াবিন তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করছেন সমাজের সর্বস্তরের মানুষ। ইস্যুটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা প্রতিবাদী কর্মসূচি।

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলো দোষারোপ করছে। অনুযোগ রয়েছে সংসার চালাতে হিমশিম খাওয়া ভুক্তভোগী সাধারণ মানুষেরও।

বাংলাদেশ জার্নাল/আ,র/এমএম

  • সর্বশেষ
  • পঠিত