ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

মশা তাড়ানোর ধোয়া থেকে খামারে আগুন, পুড়ল ২৭ গরু

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ০২:০৫

মশা তাড়ানোর ধোয়া থেকে খামারে আগুন, পুড়ল ২৭ গরু
ছবি- প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মশা তাড়ানোর ধোয়া থেকে একটি গরুর খামারে আগুন লেগে ২৭টি গরু পুড়ে মারা গেছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের সলেমান আলীর খামারে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে খামারের ৩টি ষাঁড় গরু, ২২টি শাহীওয়াল বকনা গরু ও ২ টি বাছুর গরু আগুনে পুড়ে মারা যায়।

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, গরুর খামারে মশা তাড়ানোর ধোঁয়ার আগুনের সাথে বৈদ্যুতিক তারের সংযোগে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত তা পুরো খামারে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই খামারের ২৭ টি গরু পুড়ে মারা যায়। যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

নাচোল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গরু ছাড়া আর কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, মশা তাড়ানোর ধোয়ার আগুনের সাথে বৈদ্যুতিক তারের সংযোগ হয়ে এই আগুনের সূত্রপাত ঘটে।

এ ঘটনায় রাতেই অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহম্মেদ খামারটি পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, ঘটনার পর খামারটি রাতেই পরিদর্শন করি এবং জেলা প্রশাসককে এ বিষয়ে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্থ খামার মালিককে সাহায্যের জন্য বিষয়টি আমরা মন্ত্রণালয়কে জানাবো।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত