ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

লালমনিরহাটে যুবদলের গাড়ি বহরে হামলা, অগ্নিসংযোগ

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ১০:৩১  
আপডেট :
 ২৪ মার্চ ২০২২, ১০:৫২

লালমনিরহাটে যুবদলের গাড়ি বহরে হামলা, অগ্নিসংযোগ
ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে যুবদলের বর্ধিত সভায় যাওয়ার পথে বিএনপি-যুবদল নেতাদের গাড়ি বহরে হামলা করেছে যুবলীগের নেতা-কর্মীরা।

এ সময় ৩টি মোটরসাইকেলে আগ্নিসংযোগ করেন তারা। বুধবার দুপুরে ওই উপজেলার আওলিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, ওই উপজেলার শ্ররীমপুর ইউনিয়নে যুবদলের বর্ধিত সভায় মোটরসাইকেল যোগে যাচ্ছিলো বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় আওলিয়াহাট এলাকায় তাদের গাড়ি বহরে হামলা চালায় যুবলীগের কতিপয় নেতা-কর্মীরা। তারা ৩টি মোটরসাইকেলে আগ্নিসংযোগ করেন এবং নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।

বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে ওই হামলার ঘটনার বর্ণনা তুলে ধরে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

তবে যুবদল নেতাদের মোটরসাইকেলে আগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন শ্রীরামপুর ইউনিয়ন যুবলীগের সম্পাদক রাব্বি। তার দাবি নিজেরা নিজেদের গাড়িবহরে আগ্নিসংযোগ করেছে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত