ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ধামরাইয়ে ৪টি ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

  প্রতিনিধি, সাভার

প্রকাশ : ০১ এপ্রিল ২০২২, ০০:৪২

ধামরাইয়ে ৪টি ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা
ছবি: প্রতিনিধি

ধামরাইয়ে ৪ টি ইটভাটায় অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ভাটাগুলোর আংশিক গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাই উপজেলার চন্ডাইল ,কালামপুর,সাহা বেলিশ্বর বাথুলি, বথুলি এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

জরিমানা করা ইটভাটা গুলো হলো, ঢাকা ব্রিকস ২০ লাখ টাকা, এম.কে.এবি ব্রিকস ৫ লাখ টাকা, ডি.এস.বি. দীপ্ত সাম্মী ব্রিকস ৬ লাখ টাকা, সনি ব্রিকস ৬ লাখ।

কৃষি জমির ওপরও ইটভাটার মারাত্মক প্রভাব রয়েছে। সাধারণত জমির উপরের মাটিতে জৈব পদার্থের উপস্থিতির কারণে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। যদি ওই উপরের মাটি প্রতিনিয়ত সরিয়ে ইট তৈরিতে ব্যবহার হয়, তাহলে জমির উর্বরতা শক্তি দিন দিন হ্রাস পাবে। মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা হ্রাস পাওয়ায় ভবিষ্যতে মোট কৃষিজ উৎপাদনের ওপর ঋণাত্মক প্রভাব সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।৪টি ভাটার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাদের আর্থিক জরিমানা করা হয়।

এ সময় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার,সহকারী পরিচালক হায়াত মাহমুদ রাকিব, বেঞ্চ সহকারী উজ্জল বড়ুয়া, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত