মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২২, ০৯:০৩ আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৩:৪৫
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও।
|আরো খবর
রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের মিমাংসিত বিষয়গুলো নিয়ে বিতর্ক করা সমীচীন নয়। যারা দেশের বিশেষ দিবসগুলো পালন করে না তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা না, তারা ছদ্মবেশী বর্ণচোরা মুক্তিযোদ্ধা বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনকে শক্তিশালী করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বাংলাদেশ জার্নাল/ওএফ